রাজনীতি তো করে বখাটেরা, আমাদের তো ভাল চাকরি দরকার।

পা চাটাচাটির রাজনীতির দেশে ধর্ষন, লুটতরাজ হওয়াটাই স্বাভাবিক এটা কোন নির্দিষ্ট দলের দোষ না আর আমাদের তো দোষ হওয়ার কোন কথা- না আমরা তো কিছুই জানিনা, বুঝিনা কে খুন হইলো, কার বোনের ধর্ষন হইলো, কে ড্রাইভার এর ভুলে গাড়ি চাপা পড়লো তাতে আমাদের কি? আমাদের তো কিছু হয়নি



আর আমরা সভ্য মানুষ রাজনীতি করবো কেন? রাজনীতি তো করে বখাটেরা আমাদের তো ভাল চাকরি দরকার, ইউরোপ-আমেরিকার নাগরিত্ব দরকার

আর আমাদের অবিভাবক আর শিক্ষকদের দোষ বলতে কিছুই নেই তারা আমাদের শিখিয়েছেন জীবন মানেইঃ "পড়ালেখা করে যে, গাড়ি-ঘোড়ায় চড়ে সে" নৈতিকতা, ন্যায়পরায়ণতা, দেশপ্রেম এগুলা কি ভাই? এগুলা কি তোমাকে বুয়েট, মেডিকেলে টিকাবে?

Comments

Popular posts from this blog

কোন অর্জন লুকিয়ে রাখার মত বিষয় না

Marginal Improvement - The Way to Achieve Your Most Ambitious Goals!

A note to myself