Posts

কোন অর্জন লুকিয়ে রাখার মত বিষয় না

কোন অর্জন লুকিয়ে রাখার মত বিষয় না। এই ছোট জীবনের যা কিছু অর্জনের খাতায় থাকবে, সবকিছু দুনিয়াকে জানায়া যেতে হবে। আপনার সৃষ্টি যদি দুনিয়াকে না দেখিয়ে মরে যান, তাহলে এ জীবনের মানে কি?  কেউ কিছু করতে চাইলে আমার দেশের ভাই-বোনেরা সেটাকে শো অফ করা বলে থামিয়ে দিতে চায়।  উদাহরণঃ  আগে সাকিব খানের অখাদ্য সিনেমাগুলো দেখলে নাক ছিটকাইতো। এখন কেউ ভাল প্লটের ছবি বানানোর চেষ্টা করলে বলে: এএহ বাল পাক্নামি কইরা বিদেশি ধাঁচের সিনেমা বানাইতে যায়। কেউ স্টান্ডাপ কমেডি করলে: "এএহ একটুও ফানি না" সাদা চামড়ার কেউ ফিলোসোফিকাল কথা বললে বাহ বাহ দেয়। দেশি কেউ বললে:  ধুর... ভান ধরসে!! নোবডি হয়ে এই পৃথিবী ছেড়ে যাওয়ার ইচ্ছা নাই। কিছু করে নিজের ঢোল নিজে পিটিয়ে মরে যাওয়াতেও সার্থকতা আছে। যারা কিছু করার চেষ্টা করছেন, করে যান। ভ্যান গগও তার জীবনকালে তার শিল্পের মর্যাদা পায় নাই। মরে যাওয়ার আগে নিজেকে ফেইলিওর ভেবে মরেছে।  কে কি ভাবলো তাতে কিছু যায় আসে না। এমনিতেও আপনি মরার ৪ দিন পরেই আপনার কুলখানিতে মাংস মজা হয়নাই নিয়া আলোচনা করবে তারা। সো.. কিছুই ম্যাটার করে না।

Marginal Improvement - The Way to Achieve Your Most Ambitious Goals!

Image
How many of us told ourselves that this year, semester, exam, project, or business will be different. I will get better this time. I will improve on certain things.  We all made these promises to ourselves. Yet we fail to make these promises real.  I'm not blaming anyone. I also fall into this category of people. Actually, almost all of us fall into this category! Is it because we are inherently lazy?  Well, the answer is yes and no. Let me explain. Our human brain is still very underdeveloped. It still functions the way it used to function in the cave ages! Our brain works like a binary. It only understands two signals dopamine hit or not. Dopamine is a chemical that gets released in our brain when our brain thinks we have done something rewardable. Dopamine is a reward system in our brain. As a human, our brain has evolved significantly over time, but in many ways, it's still wired like that of our caveman ancestors.  We may have sophisticated tools and technologies at our di

A note to myself

Image
Sometimes we forget why we started doing something in the first place. Nothing will inspire us unless it's an urgency or a dream that we wanna chase for the rest of our life. After seeing Casey Neistat for the first time on YouTube, one of my forgotten dreams got rejuvenated. Always wanted to make films but thought that dream is so far away and probably almost impossible to achieve. But the way Casey does his storytelling is truly genius. The Internet has democratized artistic expression. Anyone can make films and distribute them to the people and Casey's YouTube channel is a perfect example of that. All the work I am doing today is to finally make films like Casey and tell cool stories.  When Casey moved to LA and stopped uploading I was sad. I was still doing everything to reach my goal but forgot why I started doing it in the first place. And then Casey moved back to NYC again 😊 Started uploading videos like old times. Those boosted board rides through the bike lanes of NYC

রাজনীতি তো করে বখাটেরা, আমাদের তো ভাল চাকরি দরকার।

Image
পা চাটাচাটির রাজনীতির দেশে ধর্ষন , লুটতরাজ হওয়াটাই স্বাভাবিক । এটা কোন নির্দিষ্ট দলের দোষ না । আর আমাদের তো দোষ হওয়ার কোন কথা - ই না । আমরা তো কিছুই জানিনা , বুঝিনা । কে খুন হইলো , কার বোনের ধর্ষন হইলো , কে ড্রাইভার এর ভুলে গাড়ি চাপা পড়লো তাতে আমাদের কি ? আমাদের তো কিছু হয়নি । আর আমরা সভ্য মানুষ রাজনীতি করবো কেন ? রাজনীতি তো করে বখাটেরা । আমাদের তো ভাল চাকরি দরকার , ইউরোপ - আমেরিকার নাগরিত্ব দরকার । আর আমাদের অবিভাবক আর শিক্ষকদের দোষ বলতে কিছুই নেই । তারা আমাদের শিখিয়েছেন জীবন মানেইঃ " পড়ালেখা করে যে , গাড়ি - ঘোড়ায় চড়ে সে " । নৈতিকতা , ন্যায়পরায়ণতা , দেশপ্রেম এগুলা কি ভাই ? এগুলা কি তোমাকে বুয়েট , মেডিকেলে টিকাবে ?

আমার চোখে জিম মরিসন

Image
আমাদের এই কম এটেনশন স্প্যান এর যুগে এই লোকটা আমার মনে কেমনে জানি আটকে গেছে। এই ব্যাক্তির নাম জিম মরিসন, আমার মনেহয় ওনার পরিচিতি দেয়ার কোন দরকার নেই! হার্ডকোর মিউজিক ফ্যানরা এই মানুষ কে না চিনার কথা-ই না। এই লোককে দ্যি ডোরস ব্যান্ড এর গায়ক, গীতিকার, লেখক অথবা প্রানই বলা যায়। তার সৃষ্টিগুলা বড়ই অদ্ভুত তবে সুন্দর। অদ্ভুত-সুন্দর শব্দটা মনেহয় জিম এর গানের জন্যই তৈরী হইছে। একবার এক সাক্ষাতকারে জিম বলেছিলেন যে " আমি যখন গাই তখন আমি ক্যারাক্টার তৈরী করি "। বুঝাই যাচ্ছে যে তার গানে তার কল্পনা বা  ফ্যান্টাসি কাজ করতো। জিম এর গানকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে তার দেখা একটা সড়ক দূর্ঘটনা। যেই দূর্ঘটনায় মারা যায় দুইজন রেড ইন্ডিয়ান। তার বয়স তখন অনেক কম ছিল। সেই থেকেই তার গানের মধ্যে সেই রেড ইন্ডিয়ানদের মধ্যে একজনকে রুপক হিসেবে ব্যাবহার করতে দেখা গেছে। সে ভাবতো ঐ লোক ছিলেন একজন সেমান। সেমানদের বলা হয়ে থাকে রেড ইন্ডিয়ানদের একধরনের আধ্যাত্মিক লোক, যারা মানুষের মনে প্রবেশ করতে পারে! যেমন দ্যি ডোরস এর এই গানটাঃ Shaman's Blues ___ There will never be Another one like you There