নারিশ্যা ঝিরি/আন্ধারমানিক ট্রেইল এর গল্প

বাংলাদেশের অন্যতম কঠিন ৫ দিনের  ট্রেকিং (আন্ধারমানিক) শেষ করে আসলাম! তাও আবার প্রবল বৃষ্টির মধ্যে। কত যে খাড়া পাহাড় উঠলাম, আর কত কিঃমিঃ ঝিরি পথ পাড়ি দিলাম তার কোন হিসাব নেই।

Narisha Jhiri


খাড়া পাহাড় গুলো এত পিছলা ছিল যে পড়ে গেলেই ভবলিলা সাঙ। নদীর স্রোত এতো বেশি ছিল যে একটা নদী পার না হতে পারার কারনে ৫ মিনিটের রাস্তা ৩ ঘন্টা পাহাড় বেয়ে পার করা লাগছে। একদম পিওর এডভ্যাঞ্চার যাকে বলে আরকি।

কতবার যে হিউম্যান চেইন বানিয়ে ঝিরি পাড়ি দিয়েছি তার হিসাব নেই। জোকের কামড়ের কথা আর নাই বললাম! 

সবচেয়ে ভাল লেগেছে পাহাড়িদের পাড়ায় থাকতে আর তাদের সাথে কথা বলতে। ওদের ওখানে এখনো রাস্তা যায়নাই দেখেই ওদের পিওর লাইফ টা দেখতে পেরেছি। ওখানে যাওয়া এতই দুর্গম যে ওদের বেশিরভাগই কখনও আধুনিক নগরী দেখেনাই। 

যাই হোক এই ট্রেকিং টা সবার জন্য না। আর বিশেষ করে বর্ষাকালে তো একদমই রিকমেন্ড করবোনা।

সবমিলিয়ে বলবো বাংলাদেশের সেরা অফ ট্রেইল ট্রেকিং এটি। আমার জীবনের সবচেয়ে স্মরনীয় ৫ দিন হয়ে থাকবে এই ট্রেকিং!  ❤️

Comments

Popular posts from this blog

কোন অর্জন লুকিয়ে রাখার মত বিষয় না

A note to myself

Marginal Improvement - The Way to Achieve Your Most Ambitious Goals!