কোন অর্জন লুকিয়ে রাখার মত বিষয় না
কোন অর্জন লুকিয়ে রাখার মত বিষয় না। এই ছোট জীবনের যা কিছু অর্জনের খাতায় থাকবে, সবকিছু দুনিয়াকে জানায়া যেতে হবে। আপনার সৃষ্টি যদি দুনিয়াকে না দেখিয়ে মরে যান, তাহলে এ জীবনের মানে কি? কেউ কিছু করতে চাইলে আমার দেশের ভাই-বোনেরা সেটাকে শো অফ করা বলে থামিয়ে দিতে চায়। উদাহরণঃ আগে সাকিব খানের অখাদ্য সিনেমাগুলো দেখলে নাক ছিটকাইতো। এখন কেউ ভাল প্লটের ছবি বানানোর চেষ্টা করলে বলে: এএহ বাল পাক্নামি কইরা বিদেশি ধাঁচের সিনেমা বানাইতে যায়। কেউ স্টান্ডাপ কমেডি করলে: "এএহ একটুও ফানি না" সাদা চামড়ার কেউ ফিলোসোফিকাল কথা বললে বাহ বাহ দেয়। দেশি কেউ বললে: ধুর... ভান ধরসে!! নোবডি হয়ে এই পৃথিবী ছেড়ে যাওয়ার ইচ্ছা নাই। কিছু করে নিজের ঢোল নিজে পিটিয়ে মরে যাওয়াতেও সার্থকতা আছে। যারা কিছু করার চেষ্টা করছেন, করে যান। ভ্যান গগও তার জীবনকালে তার শিল্পের মর্যাদা পায় নাই। মরে যাওয়ার আগে নিজেকে ফেইলিওর ভেবে মরেছে। কে কি ভাবলো তাতে কিছু যায় আসে না। এমনিতেও আপনি মরার ৪ দিন পরেই আপনার কুলখানিতে মাংস মজা হয়নাই নিয়া আলোচনা করবে তারা। সো.. কিছুই ম্যাটার করে না।